সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা 

সাতক্ষীরার তালায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে আনছার ভিডিপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা থানার ওসি আমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন।

এসময় বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমুখ।

এসময় বক্তরা বলেন, অনলাইন জুয়া মাদক বাল্যবিয়ে চুরি প্রতিরোধে ও আসন্ন শারদীয়া দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

টিএইচ